- ভারতের জরুরী মেডিকেল ভিসা যেভাবে পাবেন।
ভারতীয় ভিসা বা জরুরী ভাবে ভারতে চিকিৎসার জন্য যাওয়া প্রসঙ্গে বিস্তারিত পড়ুন প্লিজ
বর্তমানে ভারতীয় সরকার অনির্দিষ্টকালের জন্য সকল ধরণের পূর্বের ভিসা বা নতুন করে ভিসা প্রদান স্থগিত করেছে। কিন্তু বর্তমানে যাদের জরুরি অপারেশন বা চিকিৎসা নেয়ার প্রয়োজন শুধুমাত্র তারাই নতুনভাবে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের উপরে বিবেচনা করে ভারতীয় দূতাবাস বাংলাদেশ নতুন ভিসা ইস্যু করতে পারে। ভিসা আবেদনের জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন
১. ইমেইলের সাবজেক্টে emergency medical visa required
২. আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর স্ক্যানকপি ইমেইল করবেন.
৩. কাগজপত্রগুলোর সাথে হসপিটালের invitation letter দিতে হবে, যেখানে আপনার জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ থাকতে হবে
৪. ভিসা আবেদন গৃহীত হলে, হাইকমিশন থেকে interview এর জন্য ডাকতে পারে বা passport জমা দেয়ার কথা বলবে
উপরের সমস্ত নিয়ম মেনে যারাই আবেদন করবেন এবং ভিসা পাবেন তারাই মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন।
বাড়িতে বসেই আন্তর্জাতিক মানের ডক্টরদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করুন।
√ পাসপোর্ট -ভিসা জটিলতার কারণে বিদেশে চিকিৎসা নেওয়া সম্ভব না হলে আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তারের ভিডিও কলের মাধ্যমে পরামর্শ পেতে যোগাযোগ করুন –
Hot Line @ 01886655200
ভিজিট করুন https://doctorslinkbd.com/
# Online Consultation & Medicine
# Medicine Supply # Medical Visa